হাসপাতাল থেকে কলকাতার বাসায় ফিরেছেন ওবায়দুল কাদের
ঠান্ডাজনিত জটিলতায় গলায় ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে কলকাতার একটি হাসপাতালে দুই দিন চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
গণ অভ্যুত্থানের পর দেশ ছেড়ে ভারতে থাকা ওবায়দুল কাদের কলকাতার নিউটাউনের একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলে তার দলের নেতাকর্মীরা জানান।
বাংলাদেশের আদালত ও পুলিশের কাছে পলাতক ওবায়দুল কাদেরের পরিবারের সঙ্গে যোগাযোগ থাকা যুবলীগের এক নেতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেশ কয়েকদিন ধরে ঠান্ডাজনিত কারণে গলায় ব্যথা ও শ্বাসকষ্টে ভুগছিলেন ওবায়দুল কাদের। পাশাপাশি দাঁতেও ব্যথা ছিল। এ কারণে দুইদিন আগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সুস্থ হয়ে ওঠায় সোমবার বিকালে তিনি নিউটাউনের বাসায় আসেন।
হঠাৎ অসুস্থতার কারণে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ৪ জানুয়ারি (রোববার) সন্ধ্যায় বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ভার্চুয়াল অনুষ্ঠানেও যুক্ত হতে পারেননি।
ওই অনুষ্ঠানে ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান বলেন, “আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গলাব্যথা ও দাঁত ব্যথার কারণে কিছুটা অসুস্থ, তাই তিনি আমাদের আজকের ভার্চুয়াল অনুষ্ঠানে যোগ দিতে পারছেন না।”
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে