Views Bangladesh Logo

ডিএসইর নতুন ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার

 VB  Desk

ভিবি ডেস্ক

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বৃহস্পতিবার নুজহাত আনোয়ারকে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে।

ডিএসই বোর্ডের চেয়ারম্যান মোমিনুল ইসলাম এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, “নুজহাত আনোয়ারের নিয়োগে বিএসইসির অনুমোদন পেয়ে আমরা সন্তুষ্ট। গত এক বছরে একটি কঠোর ও সুপরিকল্পিত নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে আমরা নিশ্চিত হয়েছি, ডিএসইর রূপান্তর ও উন্নয়নে নেতৃত্ব দেওয়ার জন্য তিনিই উপযুক্ত ব্যক্তি।”

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আর্থিক বাজার, ব্যাংকিং ও উন্নয়ন অর্থায়নে নুজহাত আনোয়ারের ২০ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে।

সর্বশেষ তিনি বিশ্বব্যাংক গ্রুপের বেসরকারি খাতভিত্তিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি)-এ কর্মরত ছিলেন এবং আফ্রিকা ও দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে জ্যেষ্ঠ নেতৃত্বের দায়িত্ব পালন করেছেন।

আইএফসিতে তাঁর দায়িত্বগুলোর মধ্যে ছিল লাইবেরিয়া ও সিয়েরা লিওনের আবাসিক প্রতিনিধি, বাংলাদেশ, ভুটান ও নেপাল কাভার করা জ্যেষ্ঠ কান্ট্রি অফিসার এবং কোভিড-১৯ মহামারির সময় অ্যাক্টিং ক্লাস্টার ম্যানেজারের দায়িত্ব।

এর আগে তিনি বতসোয়ানা ও নামিবিয়ায় আইএফসির কার্যক্রম প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বতসোয়ানায় আইএফসির প্রথম বিনিয়োগ বাস্তবায়নে সহায়তা করেন এবং টেকসই বিনিয়োগ কর্মসূচি এগিয়ে নিতে কাজ করেন। এছাড়া তিনি সিটিব্যাংক বাংলাদেশ ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশে ১৬ বছর জ্যেষ্ঠ ব্যবস্থাপনা পর্যায়ে দায়িত্ব পালন করেছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ