ডিএসইর নতুন ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বৃহস্পতিবার নুজহাত আনোয়ারকে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে।
ডিএসই বোর্ডের চেয়ারম্যান মোমিনুল ইসলাম এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, “নুজহাত আনোয়ারের নিয়োগে বিএসইসির অনুমোদন পেয়ে আমরা সন্তুষ্ট। গত এক বছরে একটি কঠোর ও সুপরিকল্পিত নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে আমরা নিশ্চিত হয়েছি, ডিএসইর রূপান্তর ও উন্নয়নে নেতৃত্ব দেওয়ার জন্য তিনিই উপযুক্ত ব্যক্তি।”
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আর্থিক বাজার, ব্যাংকিং ও উন্নয়ন অর্থায়নে নুজহাত আনোয়ারের ২০ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে।
সর্বশেষ তিনি বিশ্বব্যাংক গ্রুপের বেসরকারি খাতভিত্তিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি)-এ কর্মরত ছিলেন এবং আফ্রিকা ও দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে জ্যেষ্ঠ নেতৃত্বের দায়িত্ব পালন করেছেন।
আইএফসিতে তাঁর দায়িত্বগুলোর মধ্যে ছিল লাইবেরিয়া ও সিয়েরা লিওনের আবাসিক প্রতিনিধি, বাংলাদেশ, ভুটান ও নেপাল কাভার করা জ্যেষ্ঠ কান্ট্রি অফিসার এবং কোভিড-১৯ মহামারির সময় অ্যাক্টিং ক্লাস্টার ম্যানেজারের দায়িত্ব।
এর আগে তিনি বতসোয়ানা ও নামিবিয়ায় আইএফসির কার্যক্রম প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বতসোয়ানায় আইএফসির প্রথম বিনিয়োগ বাস্তবায়নে সহায়তা করেন এবং টেকসই বিনিয়োগ কর্মসূচি এগিয়ে নিতে কাজ করেন। এছাড়া তিনি সিটিব্যাংক বাংলাদেশ ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশে ১৬ বছর জ্যেষ্ঠ ব্যবস্থাপনা পর্যায়ে দায়িত্ব পালন করেছেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে