Views Bangladesh Logo

জাপা কার্যালয়ের সামনে সংঘর্ষে গুরুতর আহত নুরুল হক নুর

জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষে মারাত্মক আহত হয়েছেন নুরুল হক নুর।

রক্তাক্ত অবস্থায় নুরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান নেতাকর্মীরা।

শুক্রবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে জাতীয় পার্টি (জাপা) কার্যালয়ের সামনে জাপা ও গণঅধিকার পরিষদের কর্মীদের সংঘর্ষ শুরু হয়।পরে রাত সোয়া ৮টার দিকে দ্বিতীয় দফায় জাপা কার্যালয়ের সামনে জড়ো হন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা।

এ সময় জাপা নেতাকর্মীদের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টাধাওয়া হয়।পরে ঘটনাস্থলে সেনাবাহিনী এসে জাপা নেতাকর্মীদের সরিয়ে দেয়। তৎক্ষণাৎ গণ অধিকার পরিষদের নেতাদের ঘটনাস্থল ছাড়তে ১০ মিনিট সময় দেয় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। ঘটনাস্থল ত্যাগ না করায় সেখানে ব্যাপক লাঠিচার্জের ঘটনা ঘটে, এতে নুরসহ অনেকেই আহত হয়।

সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের প্রতিষ্ঠিত জাতীয় পার্টি সবসময় নির্বাচনে অংশ নিলেও সরকার ও বিরোধী দলের দ্বৈত ভূমিকায় থেকে সমালোচিত হয়েছে। বিরোধী রাজনৈতিক দলগুলো দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, জাপা আসলে আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখতে ভূমিকা রাখছে। এ কারণেই গণঅধিকার পরিষদসহ কয়েকটি দল জাপা ও আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানাচ্ছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ