Views Bangladesh Logo

মারধরের অভিযোগে সোহরাওয়ার্দী হাসপাতালে নার্সদের কর্মবিরতি

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে এক নার্সকে মারধরের অভিযোগে কর্মবিরতিতে গেছেন তার সহকর্মীরা। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে সব ধরনের সেবা বন্ধ রেখে আন্দোলন শুরু করেন তারা, এতে চিকিৎসা নিতে আসা রোগীরা বিপাকে পড়েছেন।

নার্সদের অভিযোগ, বুধবার বিকেলে শিফট চলাকালে নার্স কামরুল হাসানের সঙ্গে কথা কাটাকাটি হয় চিকিৎসক সৈকত তাওহিদের। একপর্যায়ে সৈকত তাওহিদ আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে কামরুল হাসানকে মারধর করেন বলে জানান তারা। আহত অবস্থায় কামরুলকে সোহরাওয়ার্দী হাসপাতালেই ভর্তি করা হয়েছে এবং তিনি সেখানেই চিকিৎসাধীন।

আন্দোলনরত নার্সরা সকালে হাসপাতালের পরিচালকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে স্লোগান দেন ও ঘটনার বিচার দাবি করেন। সিনিয়র স্টাফ নার্স নাজমা আক্তার জানান, ‘আমাদের একজন সহকর্মীর ওপর হামলা হয়েছে, এর বিচার না হওয়া পর্যন্ত আমরা কর্মসূচি চালিয়ে যাব।’

অভিযুক্ত চিকিৎসক সৈকত তাওহিদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তিনি সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ছাত্রদলের সভাপতি বলেও জানা গেছে। এ বিষয়ে জানতে হাসপাতালের পরিচালক ডা. শিহাব উদ্দিনকে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ