Views Bangladesh Logo

ফেনী জেনারেল হাসপাতালের অপারেশন থিয়েটারে রান্নার অভিযোগ

 VB  Desk

ভিবি ডেস্ক

ফেনীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের লেবার ওয়ার্ডের অপারেশন থিয়েটারে দীর্ঘদিন ধরে রান্নার অভিযোগ উঠেছে। প্রতিদিন যেখানে প্রসূতি নারীদের সিজারিয়ান অপারেশন হয়, সেখানে কিছু সিনিয়র নার্স গ্যাসের চুলায় রান্না করছেন এবং থিয়েটারের কক্ষকে শয়নকক্ষ হিসেবেও ব্যবহার করছেন। এতে প্রসূতি মা ও নবজাতকরা মারাত্মক সংক্রমণের ঝুঁকিতে পড়ছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। ভিডিওতে দেখা গেছে, অপারেশন চলাকালীনও রোগীর স্বজন এবং অন্যান্য ব্যক্তিরা থিয়েটারে অবাধে চলাচল করছেন।

হাসপাতাল কর্তৃপক্ষ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। কমিটির আহ্বায়ক করা হয়েছে জ্যেষ্ঠ কনসালটেন্ট ও সহকারী পরিচালক ডা. জালাল উদ্দিনকে। সদস্য হিসেবে আছেন সার্জারি বিভাগের কনসালটেন্ট ডা. আদনান আহমদ এবং সদস্য সচিব হিসেবে আছেন আবাসিক মেডিকেল অফিসার ডা. শোয়েব ইমতিয়াজ নিলয়।

ডা. শোয়েব ইমতিয়াজ নিলয় বলেন, “অপারেশন থিয়েটারের মতো সংবেদনশীল জায়গায় রান্না কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে প্রতিবেদন জমা দেব।” হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সাইফুল ইসলামও জানিয়েছেন, তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

রোগীর স্বজনরা ক্ষোভ প্রকাশ করেছেন। এক সেবাগ্রহীতা আইরিন আক্তার বলেন, “যাদের আমাদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে সবচেয়ে বেশি সচেতন থাকার কথা, তাদের কাছেই আমরা অনিরাপদ। সরকারি হাসপাতাল ব্যবহার করতে গিয়ে এমন অব্যবস্থাপনার শিকার হচ্ছি।”

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ