Views Bangladesh Logo

নুরুল হকের মাথায় আঘাত, নাকের হাড় ভেঙেছে; চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন

ণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার মাথায় আঘাত লেগেছে এবং নাকের হাড় ভেঙে গেছে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।

শনিবার (৩০ আগস্ট) সকালে তিনি বলেন, আঘাতজনিত কারণে নুরুল হকের নাক থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছিল, যদিও তা এখন বন্ধ হয়েছে এবং জ্ঞানও ফিরেছে। তবে আগামী ৪৮ ঘণ্টার আগে তাকে আশঙ্কামুক্ত বলা যাচ্ছেনা।

নুরুল হকের চিকিৎসায় শুক্রবার রাতেই সর্বোচ্চ পর্যায়ের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। আজ শনিবার সকালে বোর্ড তার চিকিৎসা সংক্রান্ত বিষয়ে বৈঠকে বসবে।

এর আগে শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। জাপার কার্যালয়ের সামনে দিয়ে গণঅধিকার পরিষদের মিছিল যাওয়ার সময় এ ঘটনা ঘটে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিপেটায় নুরুল হকসহ বহু নেতা-কর্মী আহত হন।

গণঅধিকার পরিষদের দাবি, জাপার নেতা-কর্মীরাই তাদের মিছিলে হামলা চালায়। তবে জাপার অভিযোগ করেছে গণঅধিকার পরিষদের মিছিল থেকেই তাদের ওপর হামলা হয়।

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জানান, হামলার প্রতিবাদে রাতে সংবাদ সম্মেলনের প্রস্তুতির সময় পুলিশ ও সেনাসদস্যরা তাদের ওপর চড়াও হয়। এতে নুরুল হকসহ শতাধিক নেতা-কর্মী আহত হন। গুরুতর আহত অবস্থায় নুরুল হকসহ ছয়জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

অন্যদিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানায়, সংঘর্ষের সময় আইনশৃঙ্খলা বাহিনী বারবার উভয় পক্ষকে শান্ত থাকতে অনুরোধ জানায়। কিন্তু কিছু নেতা-কর্মী তা উপেক্ষা করে সহিংসতা চালান। ইটপাটকেল ছোড়া, স্থাপনায় আগুন ধরানোর চেষ্টা এবং মশাল মিছিলের মাধ্যমে পরিস্থিতি উত্তপ্ত করার অভিযোগও আনা হয়।

আইএসপিআর জানিয়েছে, এ ঘটনায় সেনাবাহিনীর পাঁচজন সদস্য আহত হয়েছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ