হাসপাতাল থেকে ছাড়া পেলেন নুর
রাজধানীর বিজয়নগরে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে আহত গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।
সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, নুরের শারীরিক অবস্থা উন্নতি হওয়ায় মেডিকেল বোর্ডের পরামর্শে তাকে ছাড়পত্র দেয়া হয়েছে।
আসাদুজ্জামান বলেন, ঘটনার দিন রাতেই তাকে হাসপাতালে ভর্তি করে জরুরি ভিত্তিতে মেডিকেল বোর্ড গঠন করা হয়। পরে পুরাতন ভবনের আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হয়। ধাপে ধাপে চিকিৎসায় উন্নতি হলে ১০ সদস্যের মেডিকেল বোর্ডের পর্যবেক্ষণে তাকে ছাড়পত্র দেয়া হয়।
প্রসঙ্গত, গত ২৯ আগস্ট রাতে বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে নুরসহ অন্তত ৫০ জন আহত হন। গুরুতর আহত নুরকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হলেও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে