নুরের শর্ট টাইম মেমোরি লস হয়নি: ঢামেক পরিচালক
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শর্ট টাইম মেমোরি লস হয়নি বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান। সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
নুরের সার্বিক স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান জাানান, মাথায় আঘাতের কারণে তার নাকের হাড় ভেঙেছে, যে কারণে মাঝেমধ্যে রক্তক্ষরণ হচ্ছে। তবে স্মৃতিশক্তি হারানোর কোনো লক্ষণ নেই।
ঢামেক পরিচালক বলেন, চার থেকে ছয় সপ্তাহের মধ্যে নাকের আঘাত সম্পূর্ণ সেরে উঠবে। আঘাতের কারণে চোখে যে রক্ত জমাট বেঁধেছিল, তাও কমে এসেছে।
তিনি আরও বলেন, নুরের পরিবার চাইলে তাকে বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যেতে পারে। তবে যেহেতু তার বর্তমানে জ্বর ও সর্দির লক্ষণ রয়েছে, তাই এটি ডেঙ্গু নাকি ভাইরাল সংক্রমণ, তা নিশ্চিত করতে নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান বলেন, জ্বর কমে গেলে শারীরিকভাবে সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারবেন নুর।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে