Views Bangladesh Logo

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন নুর

 VB  Desk

ভিবি ডেস্ক

ন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর। সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ৮টা ২৫ মিনিটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দেন তিনি।

তার সঙ্গে রয়েছেন ব্যক্তিগত চিকিৎসক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অর্থোপেডিকস ও স্পাইন সার্জারির সহযোগী অধ্যাপক ডা. সজাদ হোসেন রাসেল। দ

দলীয় সূত্র জানায়, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নেবেন নুর।

নুরের ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, দীর্ঘদিন বাংলাদেশে চিকিৎসার পর চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার পরামর্শ দেন। নাকের অস্ত্রোপচারসহ বিভিন্ন শারীরিক জটিলতার কারণে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এর আগে গণঅধিকার পরিষদের অফিস সম্পাদক শাকিল উজ্জামান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গত ২৯ আগস্ট বিজয়নগরে দলীয় কার্যালয়ের সামনে হামলায় নুর গুরুতর আহত হন। তিনি প্রায় ১৮ দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেন। অবশেষে চিকিৎসকদের পরামর্শ ও পরিবার-দলের সিদ্ধান্তে তাকে সিঙ্গাপুর পাঠানো হয়েছে। 

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ