Views Bangladesh Logo

ডাকসু ও হল সংসদে বিজয়ীদের শুভেচ্ছা জানালেন সাবেক ভিপি নুরুল হক নুর

 VB  Desk

ভিবি ডেস্ক

জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী ঐতিহাসিক ডাকসু ও হল সংসদের নির্বাচনে বিজয়ী এবং অংশগ্রহণকারী শিক্ষার্থী বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

বুধবার (১০ সেপ্টেম্বর) বিকালে তিনি এ শুভেচ্ছা ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছেন।

ফেসবুক পোস্টে নুরুল হক নুর লিখেছেন, একই সঙ্গে ধন্যবাদ জানাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে, যারা অত্যন্ত ধৈর্য, কৌশল ও দক্ষতার সঙ্গে বিভিন্ন প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করে একটি প্রাণবন্ত এবং অংশগ্রহণমূলক সফল নির্বাচন সম্পন্ন করেছেন।

তিনি আরও উল্লেখ করেন, নবনির্বাচিত ডাকসু ও হল সংসদের নেতৃবৃন্দ আশাকরি জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিট ধারণ করে ক্যাম্পাসের সকল ক্রিয়াশীল ছাত্রসংগঠনকে নিয়ে ছাত্ররাজনীতিতে নতুন দিগন্তের সূচনা করবেন।

নুরুল হক নুর বলেন, ছাত্ররাজনীতি হবে জাতীয় রাজনীতির কালো থাবা মুক্ত এবং শিক্ষার্থী ও জাতির কল্যাণমুখী। ক্যাম্পাস হবে শিক্ষার্থীদের লেখাপড়া-গবেষণা, গান-কবিতা, আড্ডা-বন্ধুত্ব, সাহিত্য-সংস্কৃতি ও গণতান্ত্রিক মূল্যবোধ চর্চার তীর্থভূমি।

পরিশেষে তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নবনির্বাচিত নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান, ডাকসু ও হল সংসদ নির্বাচনকে অন্যান্য একাডেমিক কার্যক্রমের মতো একটি ক্যালেন্ডার ইভেন্টে পরিণত করার উদ্যোগ গ্রহণ করতে, যাতে প্রতি বছর যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ