Views Bangladesh Logo

আইসিইউতে নুর

রাজধানীর কাকরাইলে সংঘর্ষের ঘটনায় আহত গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে আইসিইউতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান।

চিকিৎসকের বরাতে তিনি বলেন, নুরের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে।

শুক্রবার রাত ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

রাশেদ খান বলেন, ডাক্তাররা বলেছেন নুরের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। তাকে আইসিউতে নেওয়া হয়েছে, বাঁচবে কিনা জানি না।

তিনি বলেন, নুরের কিছু হলে তার দায় সেনাপ্রধান ও প্রফেসর ইউনূসকে নিতে হবে। ২৪ ঘণ্টার মধ্যে সেনাপ্রধান, স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রধান উপদেষ্টাকে বক্তব্য পরিষ্কার করতে হবে। ২৪ ঘণ্টার মধ্যে যারা হামলা করেছেন, তাদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে, নতুবা যমুনা ঘেরাও করা হবে।

রাশেদ বলেন, পুলিশ সেনাবাহিনীর যারা হামলা চালিয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আইজিপি ও ডিএমপি কমিশনারকে পদত্যাগ করতে হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ