ক্রীড়াঙ্গনের তিন অ্যাসোসিয়েশন বিলুপ্ত ঘোষণা
জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) গঠনগত সংস্কারের অংশ হিসেবে বাংলাদেশ ঘুড়ি অ্যাসোসিয়েশন, প্যারা আর্চারি অ্যাসোসিয়েশন এবং কিওকুশিন কারাতে অ্যাসোসিয়েশন বিলুপ্ত করেছে।
মঙ্গলবার (১৭ জুন) এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়।
এ সিদ্ধান্তের ফলে এনএসসি’র অধীন ফেডারেশন ও অ্যাসোসিয়েশনের সংখ্যা ৫৫ থেকে কমে ৫২-তে নেমে এসেছে। ২০১৮ সালের জাতীয় ক্রীড়া পরিষদ আইন কার্যকরের পর এটিই দেশের ক্রীড়া প্রশাসনে প্রথম বড় ধরনের গঠনগত সংস্কার।
বিলুপ্ত তিনটি সংগঠনের স্বাধীন সত্তা বাতিল করে, সেগুলো সংশ্লিষ্ট বিদ্যমান ফেডারেশনের সঙ্গে একীভূত করা হয়েছে। প্যারা আর্চারি অ্যাসোসিয়েশন যুক্ত হয়েছে বাংলাদেশ আর্চারি ফেডারেশনে, কিওকুশিন কারাতে অ্যাসোসিয়েশন একীভূত হয়েছে বাংলাদেশ কারাতে ফেডারেশনে এবং ঘুড়ি অ্যাসোসিয়েশন যুক্ত হয়েছে বাংলাদেশ গ্রামীণ ক্রীড়া ফেডারেশনে।
এই তিনটির মধ্যে কিওকুশিন কারাতে এবং প্যারা আর্চারি অ্যাসোসিয়েশন গঠিত হয়েছিল গত দুই বছরের মধ্যে। তবে ঘুড়ি অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়েছিল প্রায় দুই দশক আগে। যদিও ঘুড়ি উৎসব এখনও জনপ্রিয়, সংগঠনটির কার্যক্রম দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এনএসসি জানায়, এই একীভূতকরণের ফলে সংশ্লিষ্ট ফেডারেশনগুলোর কার্যক্রমের পরিধি ও ক্রীড়া শাখা সম্প্রসারিত হবে। তবে একীভূত হওয়া দায়িত্ব পালনের জন্য অতিরিক্ত আর্থিক বরাদ্দ কিংবা প্রশাসনিক সুবিধা বৃদ্ধি পাবে কিনা, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।
এদিকে, ক্রিকেট ও ফুটবল বাদে অন্যান্য ফেডারেশন ও অ্যাসোসিয়েশনে অ্যাড-হক কমিটি গঠনের কাজ করছে এনএসসি। এখন পর্যন্ত ৪৭টি কমিটি গঠন করা হয়েছে। বাকি ৫টির মধ্যে নারী ক্রীড়া অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ শুটিং ফেডারেশনের কমিটি এখনও ঘোষণা হয়নি।
বিশেষ করে আন্তর্জাতিক সাফল্য পাওয়া শুটিং ফেডারেশনের কমিটি গঠন নিয়ে বিলম্ব ক্রীড়া মহলে আলোচনার বিষয় হয়ে উঠেছে। দীর্ঘদিন কার্যকর কমিটি না থাকায় শুটিংয়ের কার্যক্রম অনেকটাই স্থবির হয়ে পড়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে