Views Bangladesh Logo

নৌকার মাঝি ইন্ডিয়া চলে গেছেন, ধানের শীষ জনগণের পাশেই আছে: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের রাজনীতিতে বহুদিন ধরে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা হয়েছে বিএনপির ‘ধানের শীষ’ ও আওয়ামী লীগের ‘নৌকা’ প্রতীকের মধ্যে। তবে এবারের নির্বাচনে আর ‘নৌকা’ থাকছে না, কারণ নৌকার মূল মাঝি সবাইকে ফেলে ইন্ডিয়া চলে গেছেন।

সোমবার (১০ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁও সদরের বড়দ্বেশ্বরী মাঠে নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

নৌকার সমর্থক ও ভোটারদের উদ্দেশে ফখরুল বলেন, 'হতাশ হওয়ার কিছু নেই, ধানের শীষ আপনাদের পাশেই আছে। আমরা বেঁচে থাকতে আপনাদের গায়ে কেউ ফুলের টোকাও দিতে পারবে না।'

তিনি আরও বলেন, দেশের জনগণ এখনো ‘পিআর’ (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি ঠিকভাবে বুঝে ওঠেনি, তবুও সরকারপক্ষীয় আট দল তা জনগণের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। পাশাপাশি গণভোটের অজুহাতে নির্বাচন পেছানোরও ষড়যন্ত্র চলছে।

ফখরুল বলেন, “আগে ভোটে জয়ী হোন, তারপর পিআর বাস্তবায়ন করুন। জনগণের ওপর জোর করে কোনো ব্যবস্থা চাপিয়ে দিলে বিএনপি তা মেনে নেবে না।”

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ