৬৪ জেলায় পুলিশ সুপার রদবদলের প্রজ্ঞাপন জারি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের ৬৪ জেলার পুলিশ সুপার (এসপি) রদবদলের প্রজ্ঞাপন জারি করেছে সরকার। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমান।
এর আগে গত ২৪ নভেম্বর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় লটারির মাধ্যমে ৬৪ জেলার এসপি চূড়ান্ত করা হয়েছিল। লটারির মাধ্যমে নিয়োগপ্রাপ্তদের মধ্যে এক-চতুর্থাংশ নতুন মুখ, বাকিরা বর্তমানে বিভিন্ন জেলায় দায়িত্ব পালনরত এসপি। তবে লটারির মাধ্যমে তাদের জেলার স্থানান্তর করা হয়েছে।
পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে রাজশাহী মহানগর পুলিশ কমিশনার পদে নতুন দায়িত্বে নিয়োগ পেয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিআইজি) মো. জিল্লুর রহমান। আর রাজশাহী পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফয়ানকে ঢাকা পুলিশ অধিদপ্তরে ডিআইজি পদে বদলি করা হয়েছে। এছাড়া পুলিশের আরও ১৩ কর্মকর্তার রদবদল করা হয়েছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, লটারির মাধ্যমে এসপি নিয়োগে কোনো মেধাবী কর্মকর্তা বাদ পড়েননি। এ কথা তিনি বুধবার সচিবালয়ে এডিপি পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জানান।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে