দুর্ঘটনার তথ্য লুকানোর কিছু নেই : বিমান বাহিনী প্রধান
বিমান দুর্ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজব ও অপপ্রচারে কান না দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। তিনি বলেন, 'দুর্ঘটনাস্থলে অশান্তি ও বিভ্রান্তি দুঃখজনক। এখানে লুকানোর কিছু নেই। আমরা সবাই এই দেশেরই মানুষ।'
মঙ্গলবার (২২ জুলাই) বিমান বিধ্বস্তে নিহত ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের জানাজা শেষে কুর্মিটোলা বীর উত্তম এ কে খন্দকার বিমান বাহিনী ঘাঁটিতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
বিমান বাহিনী প্রধান বলেন, 'দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিমান বাহিনী একটি প্রধান স্তম্ভ। অনুগ্রহ করে গুজব ছড়িয়ে এই প্রতিষ্ঠানের প্রতি আস্থা দুর্বল করবেন না। যত দ্রুতই তথ্য পাওয়া যাচ্ছে, আইএসপিআর-এর মাধ্যমে তা দেশবাসীর সামনে প্রকাশ করা হচ্ছে।'
তিনি আরও বলেন, 'বিমান রক্ষণাবেক্ষণে আমরা কোনো আপস করি না। প্রতিটি যুদ্ধবিমানের নির্ধারিত কার্যক্ষম সময় রয়েছে। এক বা দুই যুগ পুরোনো হলেই সেটি অনুপযুক্ত হয়ে যায় না। বিষয়টি নির্ভর করে রক্ষণাবেক্ষণের মানের ওপর। আমাদের রক্ষণাবেক্ষণ ব্যবস্থা সবসময় সর্বোচ্চমানের এবং আমরা বিমানের যন্ত্রাংশ নিয়মিত মেরামত ও পরীক্ষা করি। প্রযুক্তি হয়তো পুরোনো হতে পারে; কিন্তু বিমানগুলো নয়।'
বিমান দুর্ঘটনার বিষয়ে তিনি জানান, একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ বেরিয়ে আসবে এবং কোনো গাফিলতি প্রমাণিত হলে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
তিনি জানান, পাইলট তৌকির ইসলাম দুর্ঘটনার সময় নিজেকে উৎসর্গ করে চেষ্টা করেছিলেন যেন বিমানটি জনবহুল এলাকায় না পড়ে। 'তিনি সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়েছিলেন বিমানটিকে খালি এলাকায় নামাতে। তিনি দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন,'— বলেন বিমান বাহিনী প্রধান।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে