ভারত শেখ হাসিনাকে ফেরত না দিলে কিছুই করার নেই: পররাষ্ট্র উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত যদি ফেরত না দেয়, তবে তাকে দেশে ফিরিয়ে আনা সম্ভব নয়। তিনি বুধবার (১০ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
তৌহিদ হোসেন বলেন, “আমরা কী করতে পারি, বলুন? আমাদের করার মতো খুব বেশি কিছু নেই। ভারতকে রাজি হতে হবে, অথবা তারা চাইতে হবে তাকে ফেরত পাঠাতে। যদি তারা রাজি না হয়, তাহলে আসলে কিছুই করার নেই। আমরা শুধু তাদের অনুরোধ করতে পারি এবং তা চালিয়ে যেতে পারি—এর বেশি কিছু নয়।”
গত বছরের ৫ আগস্ট ছাত্র–জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত হওয়ার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন। গত মাসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেয়। পরবর্তীতে অন্তর্বর্তী সরকার তাকে ফেরত পাঠানোর জন্য নয়াদিল্লির কাছে অনুরোধ জানায়, কিন্তু ভারত এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি।
সবশেষে, মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর বাংলাদেশ ভারতকে একটি কূটনৈতিক নোট পাঠিয়েছে, যেখানে প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফেরত পাঠানোর অনুরোধ করা হয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে