Views Bangladesh Logo

অনাবাসী বাংলাদেশিদের নিজ দেশ থেকে হজ যাত্রা করতে হবে: ধর্ম মন্ত্রণালয়

 VB  Desk

ভিবি ডেস্ক

রকার জানিয়েছে, অন্য দেশে বসবাসরত বাংলাদেশিদের  তাদের নিজ দেশ থেকে হজযাত্রা করতে হবে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানায়, বাংলাদেশিরা যে দেশে বসবাস করছেন বা অবস্থান করছেন, সেখান থেকে সরাসরি সৌদি আরব হজ যাত্রী হিসেবে যাত্রার কোনো সুযোগ নেই।

মন্ত্রণালয়ের একটি চিঠিতে বলা হয়েছে, কোনো দেশের হজ কোটায় নিবন্ধিত হজযাত্রী সেই দেশ ছাড়া অন্যদেশ থেকে সৌদি আরবে গমন করতে পারবে না। এটি সৌদি আরবের হজ ও উমরা মন্ত্রণালয়ের বাধ্যতামূলক হজ নির্দেশনার অনুচ্ছেদ ১৪-এ স্পষ্টভাবে উল্লেখ করা আছে।

মন্ত্রণালয় আরও জানায়, কিছু সংস্থা বিদেশে বসবাসরত বাংলাদেশিদের নিবন্ধন করে সরাসরি বিদেশ থেকে সৌদি আরব পাঠাচ্ছে, যা হজ ব্যবস্থাপনায় নানা সমস্যার সৃষ্টি করছে।

চিঠিতে বলা হয়েছে, এইভাবে যাত্রী পাঠালে নুসুক মাসার সিস্টেমে ‘আগমনের আগে’ তথ্য, যেমন ফ্লাইটের বিবরণ প্রদান করা সম্ভব হয় না। এছাড়া, তাদের চিকিৎসা পরীক্ষা করা, মেনিনজাইটিস এবং ইনফ্লুয়েঞ্জার টিকা প্রদান করা সম্ভব নয়।

এছাড়া, তারা হজ প্রশিক্ষণও পাচ্ছে না। মন্ত্রণালয়ের চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, বিমানের সিট খালি থাকাসহ সার্বিক হজ ন্যবস্থাপনায় নানাবিধ জটিলতা সৃষ্টি হচ্ছে

সঠিক হজ ব্যবস্থাপনার স্বার্থে, বিদেশে বসবাসরত নিবন্ধিত হজযাত্রীদের বাংলাদেশ থেকে সৌদি আরব পাঠানোর ব্যবস্থা করার জন্য হজ সংস্থাগুলিকে অনুরোধ করা হয়েছে।

মন্ত্রণালয় একটি সতর্কতাও জারি করেছে, এই নিয়ম না মানলে সংশ্লিষ্ট সংস্থাকে দায়ী এবং জবাবদিহি করতে হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ