Views Bangladesh Logo

মনোনয়নপত্র দাখিলের সময় আর বাড়ছে না: ইসি

গামী ১২ ফেব্রুয়ারি একই দিনে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে রাজনৈতিক দল ও প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের সময় আর বাড়ানো হবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে রাজধানীর নির্বাচন ভবনে সাংবাদিকদের এ কথা জানান ইসি সচিব আখতার আহমেদ। মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘না, সময় বাড়ছে না।’

ইসি সূত্রে জানা যায়, রাজনৈতিক দল ও প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল আজ। বিকেল পাঁচটা পর্যন্ত সারাদেশের আঞ্চলিক ও জেলা নির্বাচন কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তাদের কাছে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা।

দিনভর কতটি মনোনয়নপত্র জমা পড়েছে—এ বিষয়ে ইসি সচিব বলেন, সব তথ্য সংকলন শেষে রাত ১০টার দিকে বিস্তারিত জানানো হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ