Views Bangladesh Logo

বিকেল ৫টার মধ্যে আসা সকলের মনোনয়নপত্র জমা নেওয়া হবে: ঢাকা বিভাগীয় কমিশনার

 VB  Desk

ভিবি ডেস্ক

ঢাকা বিভাগের কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী জানিয়েছেন, সোমবার বিকেল পাঁচটার মধ্যে যারা ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় প্রাঙ্গণে প্রবেশ করবেন, তাদের মনোনয়নপত্র গ্রহণ করা হবে। আজই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।

সোমবার (২৯ ডিসেম্বর) বেলা দেড়টায় রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেন, সকাল থেকে প্রার্থীরা শৃঙ্খলার সঙ্গে মনোনয়নপত্র জমা দিচ্ছেন এবং বিকেল পাঁচটা পর্যন্ত এই কার্যক্রম চলবে। মনোনয়ন জমার সময় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রার্থীদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

মনোনয়নপত্র জমার সংখ্যা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এখনো চূড়ান্ত হিসাব পাওয়া যায়নি। বিকেল পাঁচটার পর এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে। তবে পাঁচটার মধ্যে যারা কার্যালয়ের কম্পাউন্ডে প্রবেশ করবেন, তাদের মনোনয়নপত্র অবশ্যই গ্রহণ করা হবে বলে তিনি নিশ্চিত করেন।

মনোনয়ন জমায় সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বিরাজ করছে উল্লেখ করে বিভাগীয় কমিশনার বলেন, অনেক ক্ষেত্রে দুই-তিনজন প্রার্থী একসঙ্গে হলে প্রবেশ করছেন। জুনিয়র ও সিনিয়রদের মধ্যে পারস্পরিক সম্মানবোধ ও সহযোগিতার চিত্র নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ার বিষয়ে আশাবাদী করছে।

গণমাধ্যমের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, বিপুলসংখ্যক সংবাদমাধ্যমের উপস্থিতি নির্বাচন নিয়ে তাদের আগ্রহ ও সক্রিয় নজরদারির প্রমাণ। গণমাধ্যম সজাগ থাকলে যেকোনো অপতৎপরতা দ্রুত মোকাবিলা করা সম্ভব হবে।

নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেন, আপাতত বড় ধরনের কোনো ঝুঁকি নির্বাচন কমিশনের দৃষ্টিতে নেই। আচরণবিধি কঠোরভাবে মানতে প্রার্থীদের নির্দেশনা দেওয়া হয়েছে এবং প্রয়োজন অনুযায়ী ভবিষ্যতে আরও নির্দেশনা দেওয়া হবে।

এ ছাড়া ঢাকায় পোস্টার ও দেয়াললিখন অপসারণ প্রসঙ্গে তিনি বলেন, তফসিল ঘোষণার পর থেকেই ঢাকার দুই সিটি করপোরেশন নিয়মিত পরিষ্কার কার্যক্রম চালাচ্ছে। কোথাও অনিয়মের খবর পাওয়া গেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ