Views Bangladesh Logo

স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

সাবেক সংসদ সদস্য ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক রুমিন ফারহানার পক্ষে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

বুধবার দুপুরে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আবু বকর সরকারের কাছ থেকে উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আলী হোসেন এ মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এর আগে দুপুরে সরাইল ও আশুগঞ্জের বিভিন্ন এলাকা এবং বিজয়নগরের বুধন্তি ও চান্দুরা ইউনিয়ন থেকে শতাধিক মোটরসাইকেল নিয়ে রুমিন ফারহানার অনুসারীরা শোভাযাত্রা করে সরাইল উপজেলা সদরের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় সমবেত হন। পরে কয়েকজন অনুসারীকে নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেন আলী হোসেন।

আলী হোসেন বলেন, 'দলের দুর্দিনে রুমিন ফারহানা ঝুঁকি নিয়ে কাজ করেছেন। দীর্ঘদিন এলাকার মানুষের সঙ্গে ছিলেন। আমরা তাঁকে নিয়েই নির্বাচন করব।'

এ আসনটি জোটের শরিক জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিবকে ছাড় দিয়েছে বিএনপি। তিনি খেজুরগাছ প্রতীকে নির্বাচনে অংশ নেবেন। এছাড়া জেলা বিএনপির সদস্য আহসান উদ্দিন খান, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব এস.এন. তরুণ দে, জামায়াতের মাওলানা মোবারক হোসেন, জাতীয় পার্টির জিয়াউল হক মৃধাসহ ১০ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

মনোনয়নপত্র সংগ্রহ করা আহসান উদ্দিন খান বলেন, 'আমার অনুসারীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, তবে আমি দলীয় সিদ্ধান্তের বাইরে যাব না।” উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি হোসেন মিয়া বলেন, 'রুমিন ফারহানা যোগ্য প্রার্থী, আমরা তাঁর পক্ষেই আছি।' শাহবাজপুর ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক জুনায়েদ খান জানান, 'প্রয়োজন হলে দল থেকে পদত্যাগ করব, তবুও রুমিন ফারহানার নির্বাচন করব।'

রুমিন ফারহানা বলেন, 'আমি নির্বাচন চালিয়ে যাব।' ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে মোট ভোটার রয়েছেন ৪ লাখ ৯৯ হাজার ৪৪৮ জন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ