আসিফ মাহমুদের পক্ষে কুমিল্লা-৩ আসনেও মনোনয়নপত্র সংগ্রহ
অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পক্ষে কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনেও মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। বুধবার কুমিল্লা সদর উপজেলার দক্ষিণ রসুলপুর এলাকার এনসিপি কর্মী রমজানুল করিম স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাঁর পক্ষে মনোনয়নপত্র কেনেন। বিষয়টি শুরুতে প্রকাশ্যে না এলেও পরে জেলা প্রশাসন সূত্রে তা নিশ্চিত হয়।
কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. সাহেব আলী শনিবার বিষয়টি নিশ্চিত করেন। একই সঙ্গে এনসিপির মুরাদনগর উপজেলার প্রধান সমন্বয়কারী মিনহাজুল হকও মনোনয়নপত্র সংগ্রহের তথ্য স্বীকার করেছেন। তিনি বলেন, আসিফ মাহমুদ তাঁদের কাছে জাতীয় পরিচয়পত্র পাঠিয়েছেন এবং জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তাঁর পক্ষে মনোনয়নপত্র নেওয়া হয়েছে। মুরাদনগর থেকেই তিনি নির্বাচনে অংশ নিতে পারেন বলে আশাবাদ প্রকাশ করেন মিনহাজুল হক।
মনোনয়নপত্রের রেজিস্ট্রারে আসিফ মাহমুদের বর্তমান ঠিকানা হিসেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নিউ মার্কেট এবং স্থায়ী ঠিকানা হিসেবে কুমিল্লার মুরাদনগর উপজেলার আকবপুর উল্লেখ করা হয়েছে।
এর আগে গত ১০ ডিসেম্বর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করে আসিফ মাহমুদ ঢাকা-১০ আসন থেকে নির্বাচন করার ঘোষণা দেন। ইতোমধ্যে তিনি ওই আসনের ভোটার হয়েছেন এবং নির্বাচনী প্রচারণাও চালাচ্ছেন। তবে মুরাদনগর আসনে নির্বাচন করার বিষয়ে তাঁর সরাসরি কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ প্রসঙ্গে মিনহাজুল হক বলেন, জোটগত সমীকরণে হঠাৎ পরিবর্তন আসতে পারে। সে কারণে একাধিক আসনে মনোনয়নপত্র কেনা হয়েছে। পরিস্থিতি বিবেচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, শনিবার দুপুর পর্যন্ত কুমিল্লার ১১টি সংসদীয় আসনে মোট ১০৬টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। এর মধ্যে বিএনপির সর্বাধিক ২৭টি, জামায়াতের ১১টি এবং স্বতন্ত্র প্রার্থীদের ২১টি মনোনয়নপত্র রয়েছে।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মু. রেজা হাসান জানান, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পক্ষে কর্মী-সমর্থকেরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তিনি নিজে উপস্থিত না থাকায় বিষয়টি তখন বিশেষ গুরুত্ব পায়নি বলেও জানান তিনি।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে