Views Bangladesh Logo

বিএনপির নাম ব্যবহার করে ব্যক্তিস্বার্থ হাসিল করা যাবে না: তারেক রহমান

 VB  Desk

ভিবি ডেস্ক

বিএনপির নাম ব্যবহার করে কেউ যেন ব্যক্তিস্বার্থ হাসিল করতে না পারে—সে বিষয়ে দলের নেতাকর্মীদের সচেতন থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (২০ সেপ্টেম্বর) বিকালে কিশোরগঞ্জ শহরের পুরাতন স্টেডিয়ামে জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ আহ্বান জানান।

তারেক রহমান বলেন, আমাদের প্রত্যেক মানুষকে, শহীদ জিয়া ও দেশনেত্রী খালেদা জিয়ার সৈনিকদের অত্যন্ত সচেতন থাকতে হবে। কেউ যেন বিএনপির নাম ব্যবহার করে ব্যক্তিস্বার্থ হাসিল করতে না পারে বা জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়াতে না পারে—এই দায়িত্ব আমাদের সকলের।

তিনি আরও বলেন, সমগ্র বাংলাদেশে ধানের শীষের নেতাকর্মীরা যারা আজও গণতন্ত্র প্রতিষ্ঠায় বিশ্বাসী, তাদের সামনে একটি লক্ষ্য থাকা প্রয়োজন—যে কোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকা। এর কোনো বিকল্প নেই।

অন্তর্বর্তী সরকারের বিভিন্ন সংস্কার ও দেশ পরিচালনার প্রস্তাবনা প্রসঙ্গে তিনি বলেন, এসব প্রস্তাবনা বিএনপি ৩১ দফা কর্মসূচিতে আগেই অন্তর্ভুক্ত করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রস্তাবনার ৯৫ ভাগই আমাদের ৩১ দফায় প্রতিফলিত।

তিনি যোগ করেন, স্বৈরাচার বিদায় নিয়েছে, এখন সামনে এগোতে হবে। দেশের মানুষের রাজনৈতিক অধিকার, ভোটের অধিকার, বেঁচে থাকার অধিকার, কর্মসংস্থান, নারী অধিকার, শিক্ষা ও চিকিৎসা এবং কৃষক ও শ্রমিকের স্বার্থ নিশ্চিত করতে হলে জনগণের রায়ের ভিত্তিতে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা জরুরি।

ভবিষ্যৎ নির্বাচনের প্রস্তুতি বিষয়ে তারেক রহমান বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। সেই নির্বাচনে ৩১ দফার ভিত্তিতে জনগণকে নিয়ে আসতে হবে। ধানের শীষের প্রতিটি কর্মী এবং জাতীয়তাবাদের সমর্থককে গণতন্ত্র প্রতিষ্ঠার এই মহান সংগ্রামে ঐক্যবদ্ধ থাকতে হবে। এর কোনো বিকল্প নেই।

তিনি সতর্ক করে বলেন, স্বৈরাচার চলে গেলেও অদৃশ্য অপশক্তি মাঝে মাঝে মাথা তুলছে। তাই আমাদের আরও সতর্ক থাকতে হবে। আমরা উন্নয়ন ও উৎপাদনের রাজনীতি করি এবং শহীদ জিয়া ও দেশনেত্রী খালেদা জিয়ার আদর্শ লালন করি। গণতন্ত্রের অগ্রযাত্রা এগিয়ে নিতে আমাদের আর বসে থাকার সুযোগ নেই। ফেব্রুয়ারির নির্বাচনে যদি আমরা ইস্পাতের মতো ঐক্যবদ্ধ থাকি এবং জনগণের কাছে যেতে পারি, তাহলে বিএনপি জনরায় সফল হবে।

বক্তব্যের শেষভাগে তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, সবাইকে সচেতন থাকতে হবে। কেউ যেন দলের নাম ব্যবহার করে ব্যক্তিস্বার্থ হাসিল করতে না পারে বা দলের ভেতরে বিভ্রান্তি সৃষ্টি করতে না পারে। জনগণের পাশে থেকে জনসেবার মনোভাব বজায় রাখতে হবে। তবেই জনরায় আমাদের পক্ষে আসবে।

সম্মেলনে তারেক রহমান নেতাকর্মীদের দুটি বিষয়ে প্রতিজ্ঞা করতে বলেন—দলীয় সিদ্ধান্তের প্রতি ঐক্যবদ্ধ থাকা এবং দলের নামে কেউ যেন ব্যক্তিস্বার্থ হাসিল করতে না পারে বা দলের বিরুদ্ধে চক্রান্ত করতে না পারে। উপস্থিত নেতাকর্মীরা উভয় প্রতিজ্ঞার প্রতি দুই হাত তুলে সমর্থন জানান।

দুপুরে শহরের পুরাতন স্টেডিয়ামে সম্মেলন উদ্বোধন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, এমরান সালেহ প্রিন্স, কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আল মামুন, আবু ওয়াহাব আকন্দ, সদস্য লায়লা বেগম ও শেখ মজিবুর রহমান ইকবাল। সম্মেলন সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম, সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম।

দীর্ঘ ৯ বছর পর অনুষ্ঠিত এই সম্মেলনে জেলা বিএনপির ২১টি ইউনিটের ২ হাজার ৯০ জন কাউন্সিলর অংশগ্রহণ করেন। তারা সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে নেতৃত্ব নির্বাচনে ভোট দেবেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ