নোয়াব বড় বড় কথা বলে, সাংবাদিকদের ইকুইপমেন্ট দেয় না: প্রেস সচিব
নোয়াব সাংবাদিকদের প্রয়োজনীয় ইকুইপমেন্ট দেয় না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রোববার (২৫ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডিআরইউ এবং গণমাধ্যম ও যোগাযোগ উন্নয়ন সংগঠন সমষ্টি, ইউনেস্কো গ্লোবাল মিডিয়া ডিফেন্স ফান্ডের সহায়তায় ‘সাংবাদিক সহায়তা ডেস্ক হস্তান্তর অনুষ্ঠান’ শীর্ষক ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শফিকুল আলম বলেন, সাংবাদিকদের জন্য নোয়াব (নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) অনেক বড় বড় কথা বলে, কিন্তু কোনো ইকুইপমেন্ট দেয় না। জুলাই অভ্যুত্থানে যে ছয়জন সাংবাদিক মারা গেছেন, তাদের সঙ্গে সুরক্ষা সামগ্রী হিসেবে সামান্য হেলমেটও ছিল না।
তিনি আরও বলেন, কিছুদিন আগে তারা অনেক বড় সম্মেলন করলেন, সাংবাদিকদের কোনো ইকুইপমেন্ট দেওয়ার কথা বলেছেন কেউ? এডিটর কাউন্সিল অনেক বড় বড় কথা বলে, এ বিষয়গুলো নিয়ে কোনো কথা বলেছে? আমার জানা নেই। কতজন সাংবাদিক মারা গেছে, সেটা নিয়েও কোনো স্টেটমেন্ট দিয়েছে? আমি দেখিনি।
শফিকুল আলম সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, যারা আপনার প্রতিষ্ঠানের মালিক, যারা অ্যাসাইনমেন্ট কভার করতে পাঠাচ্ছে, তাদের অনেক দায়িত্ব আছে। সেই দায়িত্ব কতটুকু পালন হচ্ছে, সেই বিষয়ে সাংবাদিকদের সোচ্চার থাকা প্রয়োজন।
তিনি আরও বলেন, সাংবাদিকরা অনেক ক্ষেত্রে সরকারের সমালোচনা করেন, কিন্তু এতে প্রকৃত দায়ী ব্যক্তিদের কথা ভুলে যায়। অন্যদের ব্যর্থতার কথাও বলা উচিত।
প্রেস সচিব বলেন, আমরা সাংবাদিকদের মধ্যে সার্বজনীন ঐক্যের কথা বলি। তবে সেটা শুধু সুবিধাবাদীদের জন্য নয়। সবার মধ্যে সেটা থাকা দরকার। কোনো একটি গ্রুপ নিজেরা ঐক্য তৈরি করবে, অন্য গ্রুপের এডিটরকে টেনে-হেঁচড়ে আনবে, তখন কিছু বলব না, সেটা কাম্য নয়।
অন্তর্বর্তী সরকারের সময় সাংবাদিকরা কতটা প্রাণ খুলে ফ্রি জার্নালিজম করেছেন তা বিবেচনা করা উচিত উল্লেখ করে তিনি বলেন, তারা স্বাধীনভাবে সমালোচনা করতে পেরেছেন।
দেশে সাংবাদিকতার কোনো গাইডবুক নেই উল্লেখ করে শফিকুল আলম বলেন, কোনো সেন্সিটিভ বিষয়ে ঝুঁকি কীভাবে মোকাবিলা করা হবে, তা বলা হয় না।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে