সাগরে মাছ ধরতে গিয়ে ১২ দিন ধরে ১৫ জেলে নিখোঁজ
ভোলা জেলার চরফ্যাশন উপজেলার চর মাদ্রাজ উপকূল থেকে সাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া ১৫ জেলের এখনও কোনো সন্ধান পাওয়া যায়নি। টানা ১২ দিন ধরে কোনো খোঁজ না মেলায় পরিবারগুলো গভীর উদ্বেগ ও দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন।
নৌকামালিক দেলোয়ার হোসেন জানান, তিনি গত সোমবার চরফ্যাশন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার জন্য অভিযোগপত্র জমা দিয়েছেন। তবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, তাদের থানায় এখনো কোনো জিডি হয়নি।
অভিযোগপত্র অনুযায়ী, ১০ নভেম্বর রাত ৮টার দিকে মাঝি ফারুক (৪৫) চর মাদ্রাজের সাম্রাজ মৎস্যঘাট থেকে পাঁচ দিনের খাদ্যসামগ্রী নিয়ে ১৫ জন জেলেসহ সাগরে রওনা দেন। যাত্রার পরপরই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
নৌকামালিক দেলোয়ার হোসেন জানান, ‘ফারুক মাঝির ফোন বন্ধ পাওয়ার পর আমরা শঙ্কায় পড়ে যাই। পরিবারের সঙ্গে আলোচনার পর থানায় জানাতে দেরি হয়ে গেছে।’
চরফ্যাশন থানা-পুলিশ নিখোঁজের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, জেলেদের উদ্ধারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিখোঁজ জেলেদের বাড়ি লালমোহন উপজেলার ধলীগৌড়নগর ইউনিয়নে। নিখোঁজদের মধ্যে রয়েছেন—ফারুক মাঝি, আলম মাঝি, মাসুদ, আবদুল মালেক, মো. ফারুক, নুরুল্লাহসহ মোট ১৫ জন। পরিবারের সদস্যরা বলছেন, প্রতিদিনই কান্না, দুশ্চিন্তা ও অপেক্ষার মধ্যেই সময় কাটছে তাদের।
নিখোঁজ মাঝি ফারুকের ছেলে আবদুর রাজ্জাক বলেন, ‘১০ নভেম্বর “মা বাবার দোয়া” নামের আমাদের ফিশিং বোটটি ১৫ জনকে নিয়ে সাগরে যায়। থানায় জিডি করেছি, আত্মীয়দের জানিয়েছি, ফেসবুকে পোস্ট দিয়েছি—তারপরও কোনো খবর পাচ্ছি না।’
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে