দুর্গাপূজায় দেশে কোনো ধরনের হুমকি ও চ্যালেঞ্জ নেই: ধর্ম উপদেষ্টা
আসন্ন দুর্গাপূজায় দেশে কোনো ধরনের হুমকি ও চ্যালেঞ্জ নেই বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম নগরীর দক্ষিণ নালা পাড়া দুর্গোৎসব উদযাপন পরিষদ আয়োজিত পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এ কথা জানান।
ধর্ম উপদেষ্টা বলেন, ‘পূজা ঘিরে নাশকতা রোধে সব গোয়েন্দা সংস্থা কাজ করছে। তাদের সঙ্গে কথা হয়েছে। তাদের কাছে নাশকতা বা বিশৃঙ্খলার কোনো ধরনের তথ্য নেই। সব জাতিগোষ্ঠীর মানুষ এ দেশের নাগরিক। সম্প্রীতির অনন্য উদাহরণ বাংলাদেশ।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশে এবার সুষ্ঠুভাবে ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে দুর্গাপূজা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনকে আদেশ দেয়া হয়েছে মন্ডপগুলোতে সার্বক্ষণিক নজরদারি রাখতে।’
এ সময় বিগত সরকারের সময় নির্মাণ হওয়া ৫৬০টি মসজিদ নিয়েও উপদেষ্টা বলেন, ‘বিগত এমপি ও মন্ত্রীরা নিজের ঘরের পাশে মসজিদ নির্মাণ করেছে। মসজিদের পাশেই মসজিদ নির্মাণ করেছে, যার কোনো দরকার ছিল না। আধিপত্য ধরে রাখতেই এসব মসজিদ হয়েছে। এখন মুসল্লি পাওয়া যায় না।’
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে