নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, নির্বাচনের আগে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার কোনো শঙ্কা নেই।
রোববার (২৩ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে আইনশৃঙ্খলা–সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
উপদেষ্টা বলেন, ‘আজকে দেখেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে। কিন্তু নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসবে, সেই সময়ে বিভিন্ন দলের বিক্ষোভ-মিছিলের সংখ্যা বেড়ে যাবে। সভা-সমিতির সংখ্যাও বেড়ে যাবে।’ তিনি আরও জানান, দেড় বছর আগে দায়িত্ব নেওয়ার সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ ছিল, তবে দীর্ঘ প্রচেষ্টায় তা এখন উন্নতির পথে।
একজন নিরাপত্তা বিশ্লেষকের মন্তব্য নিয়ে তিনি বলেন, ‘দেশে যে পরিমাণ অপরাধ চলছে, তা নিয়ে বিভিন্ন বিশ্লেষক মন্তব্য করে থাকেন। তবে আমি জানি না, ওই ব্যক্তি কী যোগ্যতায় নিরাপত্তা বিশ্লেষক হয়েছেন, তাই মন্তব্য করতে পারব না।’
ভূমিকম্প বিষয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, ‘আমাদের দেশে আগাম সতর্কতা ব্যবস্থা নেই। অনেক দেশে এমন অ্যাপ আছে, যা দশ সেকেন্ড আগে সতর্ক করে। এ বিষয়ে আমরা চিন্তা করছি। ভূমিকম্পের পর পরবর্তী ছোট আকারের কম্পনের সম্ভাবনা থাকে, তবে এ বিষয়ে বিশেষজ্ঞদের সঙ্গে পরবর্তী আলোচনা হবে।’
তিনি ভবন নির্মাণে বিল্ডিং কোড অনুসরণের ওপর গুরুত্বারোপ করে বলেন, ‘জলাশয় ভরাট করে ভবন করা হচ্ছে। এতে ঝুঁকি বেশি। ভূমিকম্পে মানুষ নিরাপদে দাঁড়ানোর জায়গা কম।’
মধ্যরাতে সাংবাদিককে ডিবি কর্তৃপক্ষ তলব করার বিষয়ে তিনি মন্তব্য করেন,‘সাংবাদিকদের মধ্যেও এ নিয়ে আলোচনা হয়েছে। বলা হয়েছে, তিনি যে কাজটি করেছেন, সেটা সাংবাদিক হিসেবে না, সেটা ছিল অন্য ধরনের কাজ।’
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে