নির্বাচনকে কেন্দ্র করে দেশে সাম্প্রদায়িক দাঙ্গার সুযোগ নেই: ধর্ম উপদেষ্টা
জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশে কোনো সাম্প্রদায়িক দাঙ্গার সুযোগ নেই বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি আরও বলেন, সুষ্ঠু ও সুন্দর নির্বাচন আয়োজনের জন্য এরইমধ্যে সরকারের পাশাপাশি সব বাহিনী প্রস্তুতি নিয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লাউরেরঘর এলাকায় শ্রী শ্রী অদ্বৈতচার্য মন্দির কমপ্লেক্সের নির্মাণকাজ পরিদর্শন শেষে র সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ধর্ম উপদেষ্টা।
ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, ‘এরই মধ্যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করেছে সরকার এবং নির্বাচন কমিশন সেই অনুযায়ী কাজ করবে।’
তিনি আরও বলেন, ‘পুলিশের প্রশিক্ষণ, সেনাবাহিনীর আনুষ্ঠানিক নিয়োগ—সব কাজও এরই মধ্যে শুরু হয়েছে। আমাদের প্রত্যাশা, সরকার নির্ধারিত তারিখে সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসাহ-উদ্দীপনার সঙ্গে জাতীয় নির্বাচন সম্পন্ন করতে সক্ষম হবে। নির্বাচন শেষে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে আমরা আমাদের পূর্ববর্তী ঠিকানায় ফিরে যাব।’
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মানিক প্রমুখ।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে