Views Bangladesh Logo

হাসিনাকে ফিরিয়ে আনার চিঠিতে এখনও কোনো উত্তর আসেনি: পররাষ্ট্র উপদেষ্টা

 VB  Desk

ভিবি ডেস্ক

মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হস্তান্তরের জন্য বাংলাদেশ ভারতের কাছে চিঠি পাঠিয়েছে। তবে এখনো ভারত থেকে কোনো উত্তর পাওয়া যায়নি, এবং এত তাড়াতাড়ি কোনো জবাব আশা করা হচ্ছে না।

বুধবার (২৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি জানান, নোট ভেরবালটি বাংলাদেশের মিশনের মাধ্যমে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তিনি বলেন, “আগের চিঠিরও কোনো উত্তর পাইনি, তাই নতুন চিঠির উত্তর আগামীকাল বা এক সপ্তাহের মধ্যে আশা করা যায় না। তবে আমরা আশা করি, এক পর্যায়ে উত্তর পাব।”

চিঠিতে বলা হয়েছে, যেহেতু শেখ হাসিনাকে বিচারের মাধ্যমে দোষী সাব্যস্ত করা হয়েছে, তাই তাকে ফেরত দেওয়ার আবেদন করা হয়েছে।

গত ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত বছরের জুলাই হত্যাকাণ্ডের ঘটনায় শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড প্রদান করে। এর পরের সপ্তাহে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনৈতিক চিঠি পাঠায়। এর আগে, গত বছরের ডিসেম্বরে বাংলাদেশ ভারতের কাছে তার প্রত্যাবর্তনের জন্য অনুরোধ করেছিল।

নির্বাচনে ভারতীয় পর্যবেক্ষক অংশগ্রহণের বিষয়ে উপদেষ্টা জানান, এটি সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনের বিষয়, এবং সরকার কোনো ধরনের সহায়তা দেবে না যদি না কমিশন নির্দেশ দেয়।



মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ