Views Bangladesh Logo

‘শাপলা কলি’ প্রতীক অন্তর্ভুক্তির পেছনে কোনো চাপ নেই: ইসি সচিব

 VB  Desk

ভিবি ডেস্ক

নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ বলেছেন, নতুন প্রতীক ‘শাপলা কলি’ তালিকায় যুক্ত করার সিদ্ধান্ত কমিশন সম্পূর্ণ স্বাধীনভাবে নিয়েছে, কোনো ধরনের চাপের কারণে নয়।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ইসি সচিব বলেন, ‘শাপলা’ ও ‘শাপলা কলি’ দুটি ভিন্ন প্রতীক।

তিনি ব্যাখ্যা করে বলেন, কিছু প্রতীক নিয়ে সমালোচনার পর ইসি তালিকা সংশোধন করেছে—১৬টি প্রতীক বাদ দিয়ে মোট সংখ্যা দাঁড়িয়েছে ১১৯-এ। “কমিশন মনে করেছে ‘শাপলা কলি’ প্রতীকটি যুক্ত করা যেতে পারে। এটি কারও দাবির ভিত্তিতে নয়। তিনি বলেন, প্রয়োজনে তালিকাটি আবারও সংশোধন করা হতে পারে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ