Views Bangladesh Logo

দেশে কোনো নারীর ফাঁসি কার্যকরের নজির নেই

 VB  Desk

ভিবি ডেস্ক

বাংলাদেশে বর্তমানে অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। কারা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সোমবার (১৭ নভেম্বর) পর্যন্ত দেশের বিভিন্ন কারাগারে মোট মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত বন্দির সংখ্যা ২ হাজার ৫৯৪ জন। এর মধ্যে নারী ৯৪ জন, বাকিরা পুরুষ। তবে স্বাধীনতার পর ৫৪ বছরে দেশের ইতিহাসে এখনো কোনো নারীর মৃত্যুদণ্ড কার্যকর হয়নি।

কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন বলেন, অনেকের ধারণা মৃত্যুদণ্ডপ্রাপ্তদের ‘কনডেম সেলে’ রাখা হয়। প্রকৃতপক্ষে তাদের জন্য আলাদা সেল রয়েছে— কোথাও একজন, কোথাও একাধিক বন্দি রাখা হয়। তবে দেশে কোনো নারীর ফাঁসি কার্যকর হওয়ার ঘটনা ঘটেনি।

কারা সূত্র জানায়, বর্তমানে দেশের সব কারাগারে বন্দির মোট সংখ্যা ৮২ হাজার, যেখানে ১৪টি কেন্দ্রীয় এবং ৬০টি জেলা কারাগারের সম্মিলিত ধারণক্ষমতা ৪২ হাজার ৮৭৭ জন। অর্থাৎ কারাগারে বন্দির সংখ্যা ধারণক্ষমতার প্রায় দ্বিগুণ।

নারীদেরও হত্যাসহ বিভিন্ন গুরুতর অপরাধে জড়িয়ে পড়ার ঘটনা দেখা যায়। তবুও কোনো নারীর ফাঁসি কার্যকর না হওয়ার কারণ সম্পর্কে জানতে চাইলে কারা অধিদপ্তরের সাবেক ডিআইজি (প্রিজন্স) মেজর (অব.) শামসুল হায়দার সিদ্দিকী বলেন, সমাজে প্রচলিত ভুল ধারণা হলো— নারীদের ফাঁসি দেওয়া হয় না। বাস্তবে আইনে এমন কোনো ব্যতিক্রম নেই। মৃত্যুদণ্ড কার্যকর করতে হলে দীর্ঘ আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। কোনো নারী আসামি এখনো সেই সব ধাপ শেষ না করায় ফাঁসি কার্যকর হয়নি।

তিনি জানান, আগে মৃত্যুদণ্ডপ্রাপ্তদের সেল থেকে বের হতে দেওয়া হতো না। নির্দিষ্ট সময় পর পর স্বজনরা সেলেই সাক্ষাৎ করতেন; সর্বোচ্চ পাঁচজন যেতে পারতেন। পরে এ নিয়ম বদলে দেওয়া হয়। এখন অন্যান্য বন্দির মতোই মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দিদের স্বজনরা নির্ধারিত স্থানে সাক্ষাৎ করতে পারেন।

কারা সূত্র আরও জানায়, দেশে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত ৯৪ নারী বন্দির মধ্যে সবচেয়ে বেশি রয়েছেন গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে- মোট ৫৪ জন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ