Views Bangladesh Logo

জামায়াতের সঙ্গে বিএনপির জোটের সম্ভাবনা নেই: সালাহউদ্দিন আহমেদ

 VB  Desk

ভিবি ডেস্ক

সন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর সঙ্গে বিএনপির জোট হওয়ার সম্ভাবনা কোনো নেই বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। মঙ্গলবার (১২ আগস্ট) গুলশানে নিজ বাসভবনে তিনি এ মন্তব্য করেন।

সালাহউদ্দিন বলেন, ‘আগামী নির্বাচনে জামাতের সঙ্গে জোট করার কোনো সুযোগ নেই।’

তিনি নিশ্চিত করেন, বিএনপি নির্বাচনে জোট হিসেবে অংশগ্রহণ করবে। তবে চলমান সমসাময়িক আন্দোলনে অংশ নেয়া দলগুলো ছাড়াও অন্য কোন দল এই জোটে থাকবে কিনা তা সময়ই নির্ধারণ করবে বলেও জানান তিনি।

সালাহউদ্দিন আরও একবার বিএনপির নির্বাচিত হলে জাতীয় ঐক্য সরকারের অধীনে দেশ পরিচালনার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ