বাংলাদেশে সহিংসতার কোনো স্থান নেই: অন্তর্বর্তীকালীন সরকার
গোপালগঞ্জে সহিংস ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার।
বুধবার (১৬ জুলাই) এক বিবৃতিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘বাংলাদেশে সহিংসতার কোনো স্থান নেই। রাজনৈতিক সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে সরকারের অবস্থান জিরো টলারেন্স।’
বিবৃতিতে বলা হয়, বিপ্লবী আন্দোলনের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে তরুণ নাগরিকদের আয়োজিত শান্তিপূর্ণ সমাবেশে বর্বর হামলা করা হয়েছে। এতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাকর্মী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সাংবাদিকরা হামলার শিকার হন। তাদের গাড়িও ভাঙচুর করা হয়।
সরকার দাবি করেছে, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা এই হামলার সঙ্গে জড়িত। হামলায় অংশ নেয়া ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছে সরকার।
বিবৃতিতে বলা হয়, এ ধরনের জঘন্য কর্মকাণ্ড বরদাশত করা হবে না। প্রত্যেক অপরাধীর বিচার দ্রুত নিশ্চিত করা হবে। বাংলাদেশে কোনো নাগরিকের হাতে সহিংসতার স্থান নেই।
সরকার সেনাবাহিনী ও পুলিশের তাৎক্ষণিক হস্তক্ষেপ এবং জীবন ঝুঁকি নিয়ে সমাবেশ অব্যাহত রাখা নাগরিকদের সাহস ও সংকল্প প্রশংসা করেছে।
বিবৃতির শেষাংশে বলা হয়, এই নৃশংস হামলার দৃষ্টান্তমূলক শাস্তি হবে। বাংলাদেশে সহিংসতার কোনো স্থান নেই—এটা স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি। বিচার হবেই।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে