Views Bangladesh Logo

শেখ হাসিনার রায় নিয়ে জনমনে কোনো আতঙ্ক দেখছি না: স্বরাষ্ট্র উপদেষ্টা

 VB  Desk

ভিবি ডেস্ক

ইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেকোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রস্তুত আছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জে. (অব) জাহাঙ্গীর আলম বলেছেন, শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে জনমনে আতঙ্ক সৃষ্টির মতো কিছু দেখা যায় নি।

তিনি বলেন, এখনও কোনো বড় ধরনের ঘটনা ঘটেনি, বিক্ষিপ্ত ছোটখাটো কিছু ঘটনা ঘটেছে। তবে আত্মরক্ষার স্বার্থে গুলি করার বিধান আছে বলে দুর্বৃত্তদের হুঁশিয়ার করেন তিনি।

সোমবার (১৭ নভেম্বর) শেখ হাসিনাসহ তিন জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর তিনি একথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শেখ হাসিনাকে ফেরাতে প্রয়োজন হলে আবারও চিঠি দেয়া হবে।

তিনি অভিযোগ করেন, এই রায়কে কেন্দ্র করে দেশের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করতে প্রতিবেশী দেশ থেকে উসকানি দেয়া হচ্ছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ