Views Bangladesh Logo

'সিলেটের সাদা পাথর লুট মামলায় কাউকে ছাড় দেয়া হবে না'

 VB  Desk

ভিবি ডেস্ক

সিলেটের সাদাপাথর এলাকায় ব্যাপক লুটপাটের ঘটনায় উদ্বেগের পেরিপ্রেক্ষিতে শুক্রবার একটি বিশেষ সরকারি প্রতিনিধি দল পরিদর্শনে যায়। দলের নেতৃত্ব দেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেছুর রহমান। এ সময় সিলেটের বিভাগীয় কমিশনার ও নবনিযুক্ত জেলা প্রশাসকও পরিদর্শন দলে যোগ দেন।

পরিদর্শন শেষে সিনিয়র সচিব মোখলেছুর রহমান সাংবাদিকদের বলেন, এটি কেবল সাধারণ চুরি নয়, বরং সাদা পাথরের ব্যাপক লুটপাট। তিনি জানান, সাদা পাথর পর্যটন এলাকা শিগগিরই ২৪ ঘণ্টা সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হবে যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধ করা যায়।

তিনি সতর্ক করে বলেন, সাদা পাথর লুটপাটে যারাই জড়িত থাকুক না কেন—রাজনৈতিক পরিচয় বা প্রশাসনিক পদমর্যাদা নির্বিশেষে—তাদের আইনের আওতায় আনা হবে।

নবনিযুক্ত সিলেট জেলা প্রশাসক সরওয়ার আলমও একই অবস্থান পুনর্ব্যক্ত করে দৃঢ়ভাবে বলেন, সাদা পাথর লুটপাটের ঘটনায় কাউকেই ছাড় দেয়া হবে না।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ