বিষয়টি সমাধানে শিক্ষার্থীদের রাস্তা বন্ধ করার দরকার নেই: সিনিয়র সচিব
ডিপ্লোমা ও বিএসসি ইঞ্জিনিয়ারদের প্রস্তাব সমাধান করার জন্য সরকার প্রস্তুত আছে জানিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেসুর রহমান বলেছেন, এর জন্য রাস্তাঘাট বন্ধ করার কোনো দরকার নেই, এটা বিচক্ষণ কাজ নয়। আন্দোলনকারীদের যে প্রস্তাব সেটি মন্ত্রণালয়ের মাধ্যমে জানালেই সচিব কমিটির মিটিংয়ে সমাধান হয়ে যাবে। বিষয়টি সমাধানযোগ্য।
মোখলেসুর রহমান বলেন, এ ধরনের কর্মসূচি জনসাধারণের ভোগান্তি বাড়ায় এবং তা অপ্রয়োজনীয়।
বুধবার (২৭ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
সিনিয়র সচিব বলেন, শিক্ষার্থীদের দাবিগুলো যথাযথ প্রক্রিয়ায় উপস্থাপন করা হলে তা সহজেই সমাধান করা সম্ভব। সরকার এখনও শিক্ষার্থীদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রস্তাব পায়নি। আমরা যদি একটি অফিসিয়াল অনুরোধ পাই তাহলে দ্রুত বিষয়টি সমাধান করা যাবে।
তিনি আরও জানান, বিষয়গুলোর সঙ্গে পিএসসি, জনপ্রশাসন, ক্যাবিনেট, আইন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় জড়িত। এদের সবার সঙ্গে বসে সচিব কমিটির মিটিংয়ে বিষয়গুলো তুললেই সমাধান হবে। একটি-দুটি মিটিংয়ের মাধ্যমেই সমাধান সম্ভব, জটিল কোনো বিষয় না।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে