Views Bangladesh Logo

দ্বিতীয় দিনের মতো রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরে দূরপাল্লার বাস চলাচল বন্ধ

বাস মালিকদের ডাকা ধর্মঘটের কারণে দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর থেকে দূরপাল্লার বাস চলাচল।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল থেকে এসব জেলা থেকে ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন রুটে কোনো দূরপাল্লার বাস ছেড়ে যায়নি। ফলে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। অনেকে বাধ্য হয়ে ভেঙে ভেঙে গন্তব্যে যাচ্ছেন এবং দিতে হচ্ছে বাড়তি ভাড়া।

জানা গেছে, সম্প্রতি বেতন বৃদ্ধির দাবিতে ধর্মঘট পালন করেন পরিবহন শ্রমিকরা। পরে গত ২৩ সেপ্টেম্বর ঢাকায় মালিক ও শ্রমিকদের বৈঠকে বেতন বৃদ্ধির সিদ্ধান্ত হয় এবং ২৫ সেপ্টেম্বর থেকে তা কার্যকর করার কথা ছিল। কিন্তু মালিকরা নির্ধারিত বেতন দিতে অস্বীকৃতি জানান। এর পরপরই মালিকপক্ষ হঠাৎ করে বৃহস্পতিবার রাতে বাস বন্ধের ঘোষণা দেয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ