আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা দ্রুত প্রত্যাহারের সম্ভাবনা নেই: আইন উপদেষ্টা
আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনাকে উড়িয়ে দিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। জাতীয় নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে বলে ফের জোর দিয়ে বলেছেন তিনি।
বিদেশি গণমাধ্যমে সাম্প্রতিক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা রয়েছে।
এ প্রসঙ্গে আসিফ নজরুল বলেন, ‘যখন কোনো দলের কার্যক্রম নিষিদ্ধ করা হয়, তখন প্রশ্ন ওঠে, নিষেধাজ্ঞাটি অস্থায়ী নাকি স্থায়ী। আওয়ামী লীগের ক্ষেত্রে, আমি নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো সম্ভাবনা দেখছি না’।
‘নির্বাচনের আগে তো দূরের কথা, অদূর ভবিষ্যতে আমার পর্যবেক্ষণে যতোটুকু বুঝি, তাদের যে কার্যক্রম নিষিদ্ধ হয়েছে, তা প্রত্যাহারের কোনো সম্ভাবনা নেই’- যোগ করেন তিনি।
বুধবার (১ অক্টোবর) বিকেলে বরিশালে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি আরও বলেন, ‘সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার চাওয়ার পদক্ষেপ নিচ্ছেন আন্তজার্তিক অপরাধ ট্রাইবুন্যাল’।
আসিফ নজরুল বলেন, অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে অনেক সংস্কার করা হয়েছে। সংস্কার আমরা করে যাচ্ছি। ঐকমত্য কমিশন যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছে, তার সঙ্গে সংবিধানের পরিবর্তন জড়িত। তাই, সেখানে রাজনৈতিক দলগুলোর সহমত ছাড়া কাজ করা যাবে না। কিন্তু সাধারণ সংস্কারগুলো করা হয়েছে এবং আমরা করে যাচ্ছি’।
পার্বত্য অঞ্চলের পরিস্থিতি সম্পর্কে আইন উপদেষ্টা সতর্ক করে দেন, ‘যারা অস্থিরতা সৃষ্টির চেষ্টা করবেন, তাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে’।
স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতাদের সাথেও সাক্ষাৎ ও শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা বিনিময় করেন আসিফ নজরুল। বলেন, ‘দেশের সনাতন ধর্মাবলম্বীরা শান্তিপূর্ণ পরিবেশেই শারদীয় দুর্গোৎসব উদ্যাপন করছেন। অপশক্তি ষড়যন্ত্র করলেও সরকার সতর্ক ছিল’।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে