প্রতীকী মূল্যে দেয়া হবে না সরকারি জমি: অর্থ উপদেষ্টা
এখন থেকে কোনো সংস্থাকে সরকারি জমি প্রতীকী বা নামমাত্র মূল্যে বরাদ্দ দেয়া হবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি জোর দিয়ে বলেন, এ ধরনের জমি চাওয়া কোনো প্রতিষ্ঠানকে এর যথাযথ বাজার মূল্য পরিশোধ করতে হবে।
মঙ্গলবার (২৯ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থনৈতিক বিষয়ক ও সরকারি ক্রয় উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকের পর তিনি এ কথা বলেন।
বৈঠকে চট্টগ্রামের বন্ধ জলিল টেক্সটাইল মিলের ৫৪.৯৯ একর জমি বাংলাদেশ সেনাবাহিনীকে ১৭ কোটি টাকায় হস্তান্তরের নীতিগত অনুমোদনের প্রস্তাব উত্থাপিত হয়। এই জমি বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরি (বিওএফ) সম্প্রসারণের জন্য ব্যবহৃত হবে।
এই প্রস্তাবের বিষয়ে অর্থ উপদেষ্টা বলেন, ‘সংস্থাটি জমি নিতে আগ্রহ প্রকাশ করলেও আমরা সুপারিশ করেছি, এটি প্রতীকী মূল্যে দেয়া উচিত নয়। সরকারি জমি নিতে ইচ্ছুক যে কাউকে এর মূল্য পরিশোধ করতে হবে। এই পদক্ষেপের লক্ষ্য জমির সঠিক ব্যবহার নিশ্চিত করা, কারণ প্রতীকী মূল্যে জমি দেয়ার ফলে প্রায়ই অপব্যবহার হয়। অনেক ক্ষেত্রে, যেখানে মাত্র ১০ একর জমির প্রয়োজন, সেখানে প্রতীকী মূল্যে সংস্থাগুলো ১০০ একর জমি দাবি করে।’
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে