Views Bangladesh Logo

জাতীয় পরিচয়পত্র তুলতে জিডি লাগবে না: ইসি

 VB  Desk

ভিবি ডেস্ক

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) হারানোর পর নতুন কার্ড তুলতে আর সাধারণ ডায়েরি (জিডি) করতে হবে না। জনগণের ভোগান্তি কমাতে এ নিয়ম পরিবর্তন করেছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির জাতীয় পরিচয় নিবন্ধন শাখার মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) এ সিদ্ধান্তের কথা জানিয়ে বলেন, এনআইডি–সংক্রান্ত সেবাগুলো আরও সহজ করার জন্য কমিশন ধারাবাহিকভাবে পদক্ষেপ নিচ্ছে।

গত এক বছরে প্রায় ৯ লাখ ৫০ হাজার এনআইডি সংশোধনের আবেদন নিষ্পত্তি করেছে ইসি। হালনাগাদ ভোটার তালিকা অনুযায়ী, দেশে নিবন্ধিত ভোটার এখন ১২ কোটি ৬৩ লাখ ৭০ হাজার। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪১ লাখ ৪০ হাজার, নারী ৬ কোটি ২২ লাখ ১০ হাজার এবং তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার ১ হাজার ২৩০ জন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ