Views Bangladesh Logo

চলতি মৌসুমে দেশে সারের ঘাটতি নেই: কৃষি উপদেষ্টা

 VB  Desk

ভিবি ডেস্ক

লতি মৌসুমে দেশে সারের কোনো ঘাটতি নেই বলে জানিয়ে স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, কৃষি উৎপাদনের চাহিদা পূরণে পর্যাপ্ত সার সরবরাহ রয়েছে।

সোমবার (২১ জুলাই) সকালে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

কৃষি উপদেষ্টা বলেন, ‘এই মৌসুমে পর্যাপ্ত সার রয়েছে। তবে কৃষিজমির গুণমান রক্ষায় কৃষকদেরকে অতিরিক্ত সার ব্যবহার না করাই ভালো।’

উপদেষ্টা বলেন, বাংলাদেশের কাছে এখন কেউ সারের টাকা পাবে না। অন্তর্বর্তী সরকার এসে সব দেনা শোধ করেছে। নভেম্বর পর্যন্ত যে মজুদ, তাতে কোনো ঘাটতি হবে না।

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের ৬ বিলিয়ন ডলারের বাণিজ্য ঘাটতি হ্রাসে গম আমদানির ভূমিকা নিয়ে জানতে চাইলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এ বছর গমের উৎপাদন সন্তোষজনক হয়েছে।

তিনি আরও বলেন, ‘নিয়ম অনুযায়ী গম আমদানি করা হচ্ছে এবং চাহিদার ভিত্তিতে আমদানি কার্যক্রম পরিচালিত হচ্ছে। ফলে কোনো ঘাটতির আশঙ্কা নেই।’

খাদ্য নিরাপত্তা রক্ষায় কৃষকদের ভূমিকা তুলে ধরে উপদেষ্টা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পরপরই পাঁচটি জেলায় বন্যা হয়েছে। এছাড়া আরও ২৪টি জেলা মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ