Views Bangladesh Logo

তল্লাশির পর এবারও পাওয়া গেল না কোনো ধরনের বিস্ফোরক

 VB  Desk

ভিবি ডেস্ক

দ্বিতীয়বারের মতো দেয়া হুমকির বার্তা প্রতারণা হিসেবে প্রমাণিত হয়েছে। তল্লাশি করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কোনো ধরনের বিস্ফোরক খুঁজে পায়নি বিমানবন্দর কর্তৃপক্ষ।

এ বিষয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম সংবাদমাধ্যমকে বলেন, বার্তা পেয়েই নির্ধারিত প্রোটোকল অনুযায়ী বিমানবন্দরে দায়িত্বরত সব বাহিনীর সমন্বয়ে নিরাপত্তা জোরদার করা হয় এবং তল্লাশি করা হয়। তবে হুমকির কোনো সত্যতা না পাওয়ায় রাত আড়াইটায় তল্লাশি আনুষ্ঠানিকভাবে শেষ ঘোষণা করা হয়।

তিনি আরও বলেন, হুমকির বার্তা পাওয়ার পরও বিমানবন্দরে ফ্লাইট ওঠানামায় কোনো ব্যাঘাত ঘটেনি।

এর আগে বুধবার (২২ জানুয়ারি) সকালে একটি পাকিস্তানি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে একই ধরনের হুমকি দেয়া হয়। হুমকিদাতা দাবি করেন, রোম থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে প্রায় ৩৫ কেজি বিস্ফোরক রয়েছে। পরে ফ্লাইটটি হযরত শাহজালাল বিমানবন্দরে জরুরি অবতরণ করে। এরপরে পুরো বিমানে তল্লাশি চালানো হলে বোমা বা বোমা সদৃশ কিছু পাওয়া যায়নি।




মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ