শাপলা প্রতীক না রাখার কোনো ব্যাখ্যা দেবে না নির্বাচন কমিশন: সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) আ ম ম নাসির উদ্দিন জানিয়েছেন, কেন শাপলাকে নির্বাচনী প্রতীকের তালিকা থেকে বাদ দেয়া হয়েছে তার কোনো ব্যাখ্যা দেবে না নির্বাচন কমিশন (ইসি)। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে সব রাজনৈতিক দল ঐকমত্যের দিকে এগিয়ে যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে ইসি’র প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সিইসি বলেন, ‘এটি কমিশনের সিদ্ধান্ত। ইসি কারও নির্দেশে কাজ করে না এবং নিরপেক্ষতায় প্রতিশ্রুতিবদ্ধ’।
আশ্বাস দিয়ে তিনি বলেন, কমিশন সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিতে সম্পূর্ণ প্রস্তুত।
নতুন দল নিবন্ধনের বিষয়ে আ ম ম নাসির উদ্দিন বলেন, অনুমোদন দেয়ার আগে স্বচ্ছতা বজায় রাখতে আপত্তিগুলো যাচাই-বাছাই করা হচ্ছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) ১১৫টি নির্বাচনী প্রতীকের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন, যেখানে নৌকা প্রতীক স্থগিত রেখে দাঁড়িপাল্লা পুনঃস্থাপন করা হয়েছে। ১৯৭২ সালের জনপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুসারে সংশোধিত তালিকায় শাপলা প্রতীক অন্তর্ভুক্ত নেই।
শাপলাকে বাদ দেয়ার সমালোচনা প্রত্যাখ্যান করে সিইসি উল্লেখ করেন, নাগরিক ঐক্যও প্রতীকটি চেয়েছিল। কিন্তু বিতর্ক ছাড়াই তা প্রত্যাখ্যান করা হয়েছে।
‘এনসিপি নিয়ে এতো বিতর্ক কেন? ইসির কোনো ব্যাখ্যা দেয়ার প্রয়োজন নেই’ বলেও মন্তব্য করেন তিনি।
এ বিষয়ে এনসিপির সতর্কীকরণকে উড়িয়ে দিয়ে সিইসি বলেন, কমিশন এটিকে হুমকি হিসেবে বিবেচনা করে না। কারণ, দলটি দেশপ্রেমিক, রাষ্ট্রবিরোধী নয়।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে