Views Bangladesh Logo

জুলাই সনদ, বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন নয়: নাহিদ

 VB  Desk

ভিবি ডেস্ক

জুলাই সনদ, বিচার ও সংস্কার ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, “৫ আগস্ট পর্যন্ত জুলাই সনদের ঘোষণার জন্য অপেক্ষা করা হবে। আশা করি, এর মধ্যেই সরকার এবং সব পক্ষ মিলে এই সনদ ঘোষণা করবে।”

সোমবার (৭ জুলাই) ‘জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে রাজশাহীতে অবস্থানকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম জানান, এনসিপি জুলাই শহীদ ও যোদ্ধাদের স্বীকৃতি, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণ করে একটি ‘জুলাই সনদ’ প্রণয়ন এবং সেটিকে সংবিধানের অংশ হিসেবে ঘোষণার দাবি জানিয়ে আসছে। তরুণ এই রাজনৈতিক দলটি আশা করছে, চলতি মাসের মধ্যেই সরকার সব রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে এই সনদ ঘোষণা করতে পারবে।

গণ-অভ্যুত্থান দিবস অর্থাৎ আগামী ৫ আগস্ট পর্যন্ত সরকার ও সংশ্লিষ্ট পক্ষের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করবে এনসিপি। এরপর প্রয়োজন হলে আন্দোলনের অন্য অংশীদারদের সঙ্গে পরামর্শ করে পরবর্তী কর্মসূচি নির্ধারণ করা হবে।

রাজশাহীতে দলের ক্রমবর্ধমান সমর্থনের কথা উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, “এখানে আমরা ব্যাপক সমর্থন পেয়েছি। এখন একত্রিত হয়ে বাংলাদেশের পুনর্গঠনের পথে এগিয়ে যাওয়ার সময়।”

এ সময় স্থানীয় নেতাকর্মীরা রাজশাহী অঞ্চলের বিভিন্ন সমস্যা ও পরিস্থিতি সম্পর্কে কেন্দ্রীয় নেতাদের অবহিত করেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ