যুক্তরাষ্ট্রের সঙ্গে জাতীয় স্বার্থ পরিপন্থি কোনো চুক্তি করা হয়নি: প্রেস সচিব
বাংলাদেশের জাতীয় স্বার্থের সঙ্গে আপস করে এমন কোনো চুক্তি যুক্তরাষ্ট্রের সঙ্গে করা হয়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম।
সম্প্রতি বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কহার নির্ধারণ নিয়ে শুক্রবার (১ আগস্ট) বেইলি রোডের নিজ বাসভবনে গণমাধ্যমকে প্রতিক্রিয়া জানান প্রেস সচিব। তিনি জানান, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত চুক্তিগুলো বর্তমানে গোপনীয়। তাই এ মুহূর্তে প্রকাশ করা সম্ভব নয়।
শফিকুল আলম বলেন, ‘যদিও অনেক তথ্য জানা, এখনই বিস্তারিত জানানো যাবে না। তবে বাংলাদেশের স্বার্থ বিসর্জন দিয়ে কোনো চুক্তি করা হয়নি, এবং কোনো সামরিক চুক্তিও হয়নি। সরকারের জন্য এটি একটি সাফল্য।’
প্রেস সচিব বলেন, যুক্তরাষ্ট্রের নতুন ২০ শতাংশ শুল্কহারের বিষয়ে তিনি বলেন, এতে কোনো বাড়তি শর্ত জুড়ে দেয়া হয়নি। প্রক্রিয়াটি যতটা সম্ভব সরলীকরণ করার চেষ্টা করা হবে। আমাদের শুল্কহার অন্যান্য দেশের তুলনায় প্রতিযোগিতামূলক রয়েছে। ফলে আন্তর্জাতিক বাণিজ্যে পিছিয়ে পড়ার আশঙ্কা নেই। উপরন্তু বাণিজ্য ঝুঁকিও কমছে।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানোর জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। ভবিষ্যতে তা আরও কমাতে অতিরিক্ত ব্যবস্থা নেয়া হবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে