যারা রাস্তা অবরোধ করেছে, তাদের কেউ ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
ফরিদপুরে সংসদীয় আসনের সীমানা পরিবর্তন নিয়ে যারা রাস্তা অবরোধ করে রেখেছে তাদের কোনও ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি সতর্ক করে বলেছেন, যারা সাধারণ মানুষের চলাচল আটকে দিচ্ছে তাদের বিরুদ্ধে আইন প্রয়োগ করা হবে।
রোববার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে উপদেষ্টা বলেন, “রাস্তা অবরোধ করার অধিকার কারও নেই, এসব ব্যক্তি লাখ লাখ মানুষকে জিম্মি করে রেখেছেন এবং এটা কোনো অবস্থায় সহ্য করা হবে না। তারা যদি আজকের মধ্যে এটি সমাধান না করে, তাহলে আমরা আইন প্রয়োগ করতে বাধ্য হব। ”
উপদেষ্টা জানান, কোর কমিটির সভায় দেশের সার্বিক আইনশৃঙ্খলা, পুলিশের প্রশিক্ষণ ও আসন্ন নির্বাচন সংক্রান্ত প্রস্তুতি, ছিনতাই-চুরি-ডাকাতি ও সীমান্ত বিষয়াদি নিয়ে আলোচনা হয়েছে। এছাড়াও ফরিদপুরের দুই ইউনিয়ন নিয়ে সৃষ্টি হওয়া সমস্যা শুরু থেকে আলোচিত হয়েছে।
তিনি বলেন, এটা নিয়ে আসলেই যদি তাদের ক্ষোভ থাকে, তাহলে সেটা যথাযথ চ্যানেলে জানানো প্রয়োজন ছিল। কিন্তু এটাকে কেন্দ্র করে জনদুর্ভোগ সৃষ্টি করা কোনোভাবেই কাম্য নয়। এই দুটি ইউনিয়নে কতজন লোক আর কতজন ভোটার? অথচ তারা লাখ লাখ লোককে জিম্মি করে রাখছে। এটা কোনো অবস্থায় বরদাশত করা হবে না। তারা যদি আজকের মধ্যে এটা সমাধান না করে, তাহলে আমরা আইন প্রয়োগ করতে বাধ্য হব।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে