নির্বাচন নিয়ে শঙ্কা নেই, তবে কিছুটা উদ্বিগ্ন: মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় নির্বাচন নিয়ে কোনো শঙ্কা দেখছেন না। তবে তিনি কিছুটা উদ্বিগ্ন বলে জানিয়েছেন। তিনি বলেছেন, কিছু ব্যক্তি ও রাজনৈতিক দল অযাচিতভাবে শঙ্কা সৃষ্টির চেষ্টা করছে, কিন্তু বাংলাদেশের জনগণ এই ধরনের দূরভিসন্ধি কখনোই সমর্থন করবে না।’ তিনি আশা প্রকাশ করেন, যথাসময়ে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।
রোববার সন্ধ্যায় ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের স্থান পরিদর্শনে এসে মির্জা ফখরুল এসব কথা বলেন। সোমবার এই সম্মেলন অনুষ্ঠিত হবে। এ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘একটি ফ্যাসিবাদী ও অগণতান্ত্রিক সরকারের অধীনে ঠাকুরগাঁওয়ে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে ৭৫টির বেশি মামলা হয়েছে, যেখানে প্রায় সাড়ে সাত হাজার জনকে আসামি করা হয়েছে।’ তিনি বলেন, ‘এমন কঠিন পরিস্থিতির মধ্যেও ঠাকুরগাঁও বিএনপি এখন উজ্জীবিত।’
ফখরুল বলেন, ‘সম্মেলনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন, যা নেতা-কর্মীদের মধ্যে নতুন আশা ও আনন্দ তৈরি করবে।’ তিনি আশাবাদী, এই সম্মেলনের মাধ্যমে বিএনপির মধ্যে এক নতুন দিগন্তের সূচনা হবে।
এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, সহসভাপতি আবু তাহের, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলামসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে