Views Bangladesh Logo

নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের কোনো সুযোগ নেই: প্রেস সচিব

 VB  Desk

ভিবি ডেস্ক

ন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের কোনো সুযোগ নেই।

শুক্রবার (২৪ অক্টোবর) মাগুরার নবগঙ্গা পার্কে জুলাই স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।


তিনি বলেন, নির্বাচনের জন্য পুরো জাতি প্রস্তুত, এবং নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান ইতোমধ্যেই কার্যক্রম শুরু করেছে। বর্ষার মৌসুম শেষ হলে পাড়া-মহল্লায় নির্বাচনের পরিবেশও তৈরি হবে।

আওয়ামী লীগের অংশগ্রহণ বিষয়ে শফিকুল আলম বলেন, “গুম ও হত্যার সঙ্গে জড়িত আওয়ামী লীগের আগামী নির্বাচনে অংশ নেওয়ার কোনো সুযোগ নেই।”

না ভোট প্রসঙ্গে তিনি জানান, যেখানে কোনো প্রার্থী একমাত্র থাকবেন, সেখানে “না ভোট” প্রযোজ্য হবে। এটি আরপিওতে স্পষ্টভাবে উল্লেখ আছে, ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ নির্বাচিত হবে না।

শফিকুল আলম আরও বলেন, আওয়ামী লীগ পূর্বে টাকার বিনিময়ে নির্বাচন করেছে এবং ভোট কারচুপি করেছে; কিন্তু এবার তা হবে না। জনগণ উৎসবমুখর পরিবেশে ভোট কেন্দ্রে যাবে।

তিনি উল্লেখ করেন, জুলাই শহীদদের স্মরণে এই স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে, যাতে মুক্তিযুদ্ধের সময় মাগুরার শহীদের কথা ভুলে না যায়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ