Views Bangladesh Logo

চবি শিক্ষার্থী-স্থানীয়দের সংঘর্ষে এখনো মামলা হয়নি, ক্লাস-পরীক্ষা বর্জন শিক্ষার্থীদের

ট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষের ঘটনায় এখনও কোনো মামলা দায়ের করা হয়নি। পুলিশও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি।

এ অবস্থায় মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাস বা পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। বিভিন্ন সক্রিয় ছাত্র সংগঠন ঘোষণা দিয়েছে, হামলাকারীদেরকে গ্রেপ্তার এবং উপাচার্য ও প্রক্টরিয়াল বোর্ডের পদত্যাগ না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা ক্লাসে ফিরবেন না। এসব দাবির পক্ষে আজ বিক্ষোভ কর্মসূচি পালনের কথা রয়েছে।

এর আগে সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় প্রশাসন, স্থানীয় প্রতিনিধি ও ছাত্রনেতাদের সমন্বয়ে গঠিত একটি সমন্বয় কমিটির প্রথম বৈঠকে রাতেই মামলা দায়েরের সিদ্ধান্ত নেয়া হয়।

তবে তারও আগে রোববার রাতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে এক বৈঠকে অভিযুক্তদের গ্রেপ্তারের ঘোষণা দেয়া হয়। কিন্তু মঙ্গলবার সকাল পর্যন্ত কোনো মামলা হয়নি এবং কাউকে আটকও করা হয়নি।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আগামী ৪ সেপ্টেম্বর পর্যন্ত পরীক্ষা স্থগিতের ঘোষণা দিলেও বিভাগগুলোকে চাইলে পরীক্ষা নেয়ার অনুমতি দিয়েছিল। তবে কোনো বিভাগেই পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।

শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়ে বলেছেন, হামলার শিকার সহপাঠীদের জন্য ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন এবং তা হবে শৃঙ্খলাবদ্ধভাবে।

উল্লেখ্য, গত শনিবার রাতে ও রোববার সংঘর্ষের ঘটনায় ২০০’র বেশি শিক্ষার্থী এবং কয়েকজন স্থানীয় বাসিন্দা আহত হন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ