বাংলাদেশে হিন্দুবিরোধী সহিংসতা নেই, দাবি প্রধান উপদেষ্টার
বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের অধীনে হিন্দু সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, বাংলাদেশে কোনো হিন্দুবিরোধী সহিংসতা নেই।
নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে সংবাদমাধ্যম জিটিওর সাংবাদিক মেহদি হাসানকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। সোমবার (২৯ সেপ্টেম্বর) সাক্ষাৎকারটি প্রকাশ করা হয়।
এই ধরনের অভিযোগকে ‘ভুয়া তথ্য’ আখ্যা দিয়ে অধ্যাপক ইউনূস বলেন, ‘এখন ভারতের অন্যতম বিশেষত্ব হলো ভুয়া খবর।‘
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অর্থনীতিবিদ ড. ইউনূস। এই অভ্যুত্থানের ফলেই শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতন ঘটে।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে তাকে বেছে নেয়ার বিষয়ে ড. ইউনূস বলেন, ‘আমি অবাক হয়েছিলাম। অনিচ্ছাসত্ত্বেও এই পদ গ্রহণ করেছিলাম।’
সেই সময়ের আবেগপ্রবণ বিক্ষোভকারীদের উদ্দেশে প্রধান উপদেষ্টা বলেন, আপনারা যদি এত ত্যাগ স্বীকার করে থাকেন তাহলে আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করব।
এ ছাড়াও এই সাক্ষাৎকারে জাতীয় নির্বাচন বিলম্বিত হওয়ার কারণ, রোহিঙ্গা সংকট এবং আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার মতো নানা বিষয় নিয়েও আলোচনা হয়।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে