ভারতে বাংলাদেশ বিরোধী কার্যক্রমের খবর ঠিক নয়: জয়সয়াল
ভারতে আওয়ামী লীগের সদস্যদের বাংলাদেশ বিরোধী বা ভারতীয় আইনের পরিপন্থী কোনো কার্যক্রমের বিষয়ে সরকার অবগত নয় বলে জানিয়েছে দেশটি। এ বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিবৃতি ভুল বলেও অভিহিত করেছে ভারত।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সরকারি মুখপাত্র রণধীর জয়সয়াল বুধবার (২০ আগস্ট) বলেছেন, ‘সরকার ভারতের মাটি থেকে অন্য দেশের বিরুদ্ধে রাজনৈতিক কার্যকলাপ পরিচালনার অনুমতি দেয় না’।
এর আগে ‘বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ভারতে অফিস খুলে রাজনৈতিক কার্যক্রম চালাচ্ছে’- এমন খবরে তীব্র প্রতিবাদ জানায় অন্তর্বর্তী সরকার।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, ‘ভারতের মাটিতে অবস্থান নিয়ে আওয়ামী লীগের নেতৃত্ব ক্রমবর্ধমানভাবে বাংলাদেশবিরোধী কার্যক্রম চালাচ্ছে। দলটির বহু জ্যেষ্ঠ নেতা মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে বাংলাদেশের ভেতরে পলাতক থেকেও বর্তমানে ভারতে অবস্থান করছেন। নয়াদিল্লি ও কলকাতায় স্থাপিত এসব কার্যালয় অবিলম্বে বন্ধের আহ্বান জানায় সরকার’।
গণমাধ্যমের প্রশ্নের জবাবে রণধীর জয়সয়াল বলেন, ‘ভারতে আওয়ামী লীগের সদস্যদের বাংলাদেশ বিরোধী কোনো কার্যক্রম বা ভারতীয় আইনের পরিপন্থী কোনো কার্যক্রমের বিষয়ে ভারত সরকার অবগত নয়। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রেস বিবৃতিটি তাই ভুল’।
তিনি বলেন, ‘ভারত তার প্রত্যাশা পুনর্ব্যক্ত করে যে, জনগণের ইচ্ছা এবং ম্যান্ডেট নিশ্চিতে বাংলাদেশে যতো তাড়াতাড়ি সম্ভব অবাধ, সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে’।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে